সাভার (ঢাকা): ঢাকার সাভারে অভিযান পরিচালনা করে একাদিক হত্যা ও মাদক মামলার আসামি মাদক সম্রাট রনিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (০১ মে) সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি’ (৪৮) সাভারের ডগরমোড়া এলাকার মৃত আব্দুল গণির ছেলে। তার বিরুদ্ধে মাদক ও হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের আমলে সাভারে জঘন্য অপকর্মে লিপ্ত ছিলেন।
ডিবি পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাভারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে রনিকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া ও এর আশেপাশে ছিনতাই, ডাকাতিসহ সব প্রকার অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। আসামির পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, তাহার বিরুদ্ধে হত্যা , মাদক, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার আসামি সাভারের শীর্ষ সন্ত্রাসী বলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচ