ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৫, মে ২, ২০২৫
গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত কৌশিক ও শ্রাবণ।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকচাকায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

 

বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজারস্থ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ ও একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আরিফ মণ্ডলের ছেলে কৌশিক। আহতরা হলেন- শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২) ও বিষ্ণুপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিদ (২৩)। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যু্বক একটি মোটরসাইকেলে করে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজারস্থ ব্রিজের ওপর একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কৌশিক ও শ্রাবণ নামে দুই যুবকের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো এর সত্যতা নিশ্চিত করে করেছেন।  

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।