ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, মে ৪, ২০২৫
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী  আটক

মানিকগঞ্জ: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার বনানীর বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন।

আটকদের সবার বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

রোবারর (৪ মে) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, গত ১৫ এপ্রিল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার ও শনিবার দুদিনের অভিযানে তাদের আটক করা হয়েছে।  আটকদের সাত দিনের রিমান্ড চেয়ে আজ মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।  

পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রার জন্য একটি মোটিফ তৈরি করছিলেন মানবেন্দ্র ঘোষ। সেই মোটিফ নিয়ে ফেসবুকসহ সামাজিকযোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়ায়। তার পরে ১৫ এপ্রিল দিনগত রাত সাড়ে তিনটার দিকে মানিকগঞ্জ থানাধীন গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজারের উত্তর পাশে অবস্থিত মানবেন্দ্র ঘোষের বসতবাড়ির আধাপাকা টিনশেড চৌচালা ঘরের স্টোর রুমে দুষ্কৃতকারীরা আগুন দেয়।  এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।