সাভার, (ঢাকা): সাভারের বিরুলিয়ায় এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৪ মে) সকাল ১০টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই রংমিস্ত্রির নাম শুকুর সিকদার (৩৪), তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার গেদু সিকদারের ছেলে। তিনি রংমিস্ত্রি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ জানায়, ওই এলাকায় নিহতের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়। নিহতের গলায় ও মুখে প্রায় পাঁচটি গভীর ক্ষত রয়েছে। রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যার পর ওই এলাকায় ফেলে যায় হত্যাকারী।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হবে। বিস্তারিত পরে জানানো হবে।