ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

জাবিপ্রবিতে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, মে ৬, ২০২৫
জাবিপ্রবিতে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন শিক্ষার্থীরা সামনে মাসুদ রানা, ছবি: সংগৃহীত

জামালপুর: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) মাস্টার্সের সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে এসে আটক হয়েছেন ছাত্রলীগের এক নেতা।

সোমবার (৫ মে) বিকালে সমাজকর্ম বিভাগের পরীক্ষায় অংশ নেওয়ার পর বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে শিক্ষার্থীরা তাকে মেলান্দহ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ছাত্রলীগ নেতার নাম মো. মাসুদ রানা (২৬)। তিনি সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় হল শাখার সহ-সভাপতি। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়ায়।

জানা যায়, মাসুদের পরীক্ষা দিতে আসার খবর পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক লিটন আকন্দসহ সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার হলরুমের সামনে উপস্থিত হন। তারা দায়িত্বে থাকা শিক্ষক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে মাসুদকে বের করে দিতে বললেও তিনি বের করেননি। এছাড়া বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।  

পরে প্রায় ঘণ্টাখানেক টানাপোড়েনের পর মাসুদ রানাকে পরীক্ষা কক্ষ থেকে বের করে নিয়ে একটি ইজিবাইকে তুলে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে ইজিবাইক থামিয়ে মাসুদকে ধরে রাখেন। সন্ধ্যার আগে শিক্ষার্থীরা তাকে মেলান্দহ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আটক ছাত্রলীগ নেতা মাসুদ রানার নামে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।