ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ক্লাস করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, মে ৮, ২০২৫
ক্লাস করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

রাজশাহী: ক্লাস করতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ থেকে ওই ছাত্রলীগ কর্মীকে চিনতে পেরে তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীরা।

আটক হওয়া ওই ছাত্রলীগ কর্মীর নাম সাগর রেজা (২২)। তিনি রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। আগে তিনি রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

ছাত্রদলের রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় এক জন কর্মীকে আজ তারা পুলিশের হাতে সোপর্দ করেছেন। সাগরের ফেসবুকে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী পোস্ট রয়েছে। আর তার ফেসবুক প্রোফাইলেও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদ লেখা আছে। সকালে তাকে চিনতে পেরে পুলিশে সোপর্দ করা হয়।

ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগে কলেজের সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন ও নিপীড়নের অভিযোগে তাকে চিহ্নিত করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তাই বৃহস্পতিবার সকালে তাকে ধরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মারধর শুরু করেন। পরে তাকে গণপিটুনির হাত থেকে বাঁচাতে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, রাজশাহী কলেজের শিক্ষার্থীরা আজ তাকে শনাক্ত করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে কলেজের অন্য নেতাকর্মীরা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন। আটকের পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।