ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সিলেটে আন্দোলন চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গণপিটুনি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, মে ১০, ২০২৫
সিলেটে আন্দোলন চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গণপিটুনি

সিলেট: সিলেটে ছাত্রলীগ কর্মী সন্দেহে মামুন হোসেন নামে এক যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।

শনিবার (১০ মে) বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে নগরের চৌহাট্টায় ছাত্রজনতা অবস্থান কর্মসূচি পালনকালে এই ঘটনা ঘটে।

আটক মামুন সুনামগঞ্জের ছাতক উপজেলায় সোনাফুর আলীর ছেলে।

এসএপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন,  আটক মামুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নগরের চৌহাট্টায় ছাত্রজনতা অবস্থান কর্মসূচি পালন করে।

শনিবার (১০ মে) বিকেল ৩টা থেকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখে এ কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষেরা।

এ সময় আওয়ামী লীগ ‘নো মোর’সহ অসংখ্য স্লোগান দিতে দেখা যায় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের।

এরআগে শুক্রবার রাত ১টা থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ চত্বরে অবস্থান করতে দেখে যায় এনসিপির নেতাকর্মীদের পরে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষকে যোগ দিতে দেখা যায়।

তাৎক্ষণিক এর বেশি কিছু জানাতে পারেননি তিনি। মামুনকে জিজ্ঞাসাবাদ চলছে।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।