ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

যশোরে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, মে ১১, ২০২৫
যশোরে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আশা (৩৫) নামে এক কর্মী নিহত হয়েছেন।

নিহত আশা উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দিনের ছেলে।


এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে।

জানা যায়, শনিবার (১০ মে) বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের করেন আশা ও তার ভাই মইদুল (৩০)। মিছিলটি জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লবের নেতৃত্বে দলের অপর একটি গ্রুপ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আশা ও মইদুল।

তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। রোববার সেখানে তার ময়নাতদন্ত হয়েছে।  

এদিকে আহত মইদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।