ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বরিশালে বাসচাপায় প্রাণ গেলো দুই ঠিকাদারের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩২, মে ১৩, ২০২৫
বরিশালে বাসচাপায় প্রাণ গেলো দুই ঠিকাদারের

বরিশাল: বরিশাল নগরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ঠিকাদার নিহত হয়েছেন।  

সোমবার (১২ মে) বিকেলে নগরের সিঅ্যান্ডবি এক নম্বর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন, নগরের কালুশাহ সড়কের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মো. মাহবুবুর রহমান (৬০) ও করিম কুটির এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন (৪০)। তারা দুজনই ঠিকাদার ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই ঠিকাদার দুইজন মোটর সাইকেলযোগে কাজিপাড়া থেকে এক নম্বর সিঅ্যান্ডবি পোল এলাকায় যান। এ সময় শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত দুইজনকে উদ্ধার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।  

ওসি বলেন, বাসটি আটক করা হয়েছে। সেই সঙ্গে দুইজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।