ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ভিডিও করার অভিযোগে যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, মে ১৭, ২০২৫
ভিডিও করার অভিযোগে যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা স্বজনের আহাজারি, ইনসেটে রুপল শেখ

রাজবাড়ীতে মোবাইল ফোনে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে রুপল শেখ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

নিহত রুপল রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার সাত বছর ও দুই বছর বয়সী দুটি মেয়ে রয়েছে।

রুপলের বাবা জিন্নাত শেখ বলেন, রাজাপুর গ্রামের শামের ছেলে প্রবাসী রাকিবুলের স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে গত মঙ্গলবার (১৩ মে) রাকিবুলের ভাই রাফিজুল ও তার পরিবারের লোকজন আমার ছেলে রুপলকে মারধর করেন। তবে আমার ছেলের মোবাইল চেক করে তারা কোনো ভিডিও পায়নি। সেদিন মার খেয়ে পরদিন বুধবার সকালে রুপল ঢাকা চলে যায়।

এরপর স্থানীয় মাতব্বররা বিষয়টি সালিশের মাধ্যমে সমাধান করে দেওয়ার আশ্বাস দিলে রুপলের মা ফোন করে তাকে ঢাকা থেকে বাড়িতে ডেকে আনে।

বৃহস্পতিবার বিকেলে বাড়ি আসে রুপল। শুক্রবার সন্ধ্যার পর বিষয়টি নিয়ে রাফিজুলদের বাড়িতে সালিশ হওয়ার কথা ছিল। তবে সন্ধ্যার কিছুক্ষণ আগে রাফিজুল, রাসেল, সৌরভসহ ৭ থেকে ৮ জন এসে রুপলকে ঘরের ভেতর থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। রুপলকে রাফিজুলদের বাড়িতে নিয়ে ঘরের মধ্যে আটকে বেধড়ক মারধর করে হত্যা করা হয়। এরপর মৃত অবস্থায়ই তারা রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

রুপলের মা রাবেয়া বেগম বলেন, ‘আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার ছেলের দুটি শিশু সন্তান রয়েছে। তাদের এখন কি হবে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। ’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য রুপলের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শুক্রবার রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।