ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

সারাদেশ

আখাউড়া বন্দর দিয়ে আগরতলায় মাছ রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, মে ২১, ২০২৫
আখাউড়া বন্দর দিয়ে আগরতলায় মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: এক্সপোর্ট পারমিট জটিলতার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় মাছ রপ্তানি সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বুধবার (২১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।

 

তিনি জানান, মাছ রপ্তানির জন্য দিল্লির অ্যানিম্যাল কোয়ারেন্টাইন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলেও দেশের ব্যাংক থেকে নির্ধারিত এক্সপোর্ট পারমিট না মেলায় বুধবার রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।

তবে তিনি আশ্বস্ত করে বলেন, ইতোমধ্যে ইএপি সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) থেকে আগরতলায় যথারীতি মাছ রপ্তানি শুরু হবে।

প্রসঙ্গত, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ মার্কিন ডলারের হিমায়িত মাছ ভারত রপ্তানি হয়ে থাকে।

এদিকে ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে ছয়টি পণ্য স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা জারির ফলে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, এক্সপোর্ট পারমিট জটিলতায় বুধবার সকাল থেকে মাছবাহী কোনো গাড়ি বন্দর এলাকায় আসেনি। তবে সিমেন্ট ও ভোজ্য তেল রপ্তানি স্বাভাবিক রয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।