ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

কক্সবাজার সৈকতে দমকল কর্মীদের প্রশিক্ষণ দিল আমেরিকান সেনা ও বিমান বাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, মে ২১, ২০২৫
কক্সবাজার সৈকতে দমকল কর্মীদের প্রশিক্ষণ দিল আমেরিকান সেনা ও বিমান বাহিনী

কক্সবাজার সৈকতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য চারদিনের বিশেষ উদ্ধার প্রশিক্ষণ পরিচালনা করেছে আমেরিকান সেনা ও বিমান বাহিনী।  

গত রোববার (১৮ মে) শুরু হয়ে বুধবার (২১ মে) পর্যন্ত চলা এ প্রশিক্ষণে কক্সবাজার জেলার ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপক কর্মী অংশ নেন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, প্রশিক্ষণে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত এলাকার দুর্গতদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা এবং সমুদ্রতীরবর্তী দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার কৌশল শেখানো হয়েছে।  

বুধবার সকালে কক্সবাজার সৈকতের প্যারাসেইলিং পয়েন্টে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। সমাপনী দিনে অংশ নেওয়াদের হাতে সনদপত্র তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা। এই প্রশিক্ষণ আয়োজন করা হয় আমেরিকান দূতাবাসের সহযোগিতায় যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন তানহারুল ইসলাম।

তবে প্রশিক্ষণ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু ছবি ছড়িয়ে পড়ার পর বিদেশি সেনাবাহিনীর সৈকতে উপস্থিতি ও কার্যক্রম নিয়ে কিছু নেটিজেন সমালোচনায় সরব হন। অনেকেই এর প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন।

এ বিষয়ে তানহারুল ইসলাম বলেন, তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা আজই চলে যাবেন। এটি একটি দক্ষতা উন্নয়ন কার্যক্রম, যার মাধ্যমে আমাদের উদ্ধার কার্যক্রম আরও কার্যকর হবে।  

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই প্রশিক্ষণ দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও দক্ষতার সঙ্গে সাড়া দেওয়ার সক্ষমতা আরও বাড়াবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।