ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বগুড়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, মে ২২, ২০২৫
বগুড়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার  গ্রেপ্তার আব্দুল কাফি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় বগুড়ার সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাফিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

বৃহস্পতিবার (২২ মে) সকালে বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেন।

 

বুধবার (২১) সন্ধ্যায় বগুড়া শহরের কানছগাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল কাফি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। তিনি উপজেলাটির পারতিতপরল গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, চেয়ারম্যান আব্দুল কাফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে হাজির করা হবে।
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।