ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

কুমিল্লা সীমান্তে ১৩ জনকে পুশ ইন বিএসএফের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, মে ২২, ২০২৫
কুমিল্লা সীমান্তে ১৩ জনকে পুশ ইন বিএসএফের

কুমিল্লায় নারী-পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

বৃহস্পতিবার (২২ মে) ভোর ৪টায় কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ নারী-শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে পুশ ইন করে।

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০ বিজিবির টহলদল তাদের আটক করে। এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং সাতজন শিশু রয়েছে। আটক বাংলাদেশি নাগরিকদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।