বাগেরহাট: বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’র বাগেরহাটে আঘাত হানার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের মোংলা কার্যালয়ের আবহাওয়াবিদ হারুন-অর-রশিদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখনও ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি।
তিনি আরও বলেন, আপাতত বাগেরহাটসহ দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ‘শক্তি’র তেমন কোনো প্রভাব পড়বে না।
এদিকে শনিবার (২৪ মে) সকালে বাগেরহাটের উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সকাল ১০টার পর থেকে বৃষ্টি থেমে যায়। বর্তমানে জেলায় গুমোট আবহাওয়া বিরাজ করছে এবং নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। দুপুর পর্যন্ত জেলাজুড়ে একই ধরনের আবহাওয়া লক্ষ্য করা গেছে।
এসআরএস