ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

যশোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, মে ২৫, ২০২৫
যশোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই যশোরের মানচিত্র

যশোরে সেলিম রেজা ডাবলু (৪০) নামে এক চালককে হত্যা করে তার ইজিবাইক (অটোরিকশা) ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (২৫ মে) সকালে স্থানীয় ব্র্যাক অফিসের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে এ ঘটনা ঘটে।

সেলিম রেজা ডাবলু যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজাদ বিশ্বাসের ছেলে।  

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ডাবলু প্রতিদিনের মতো শনিবার (২৪ মে) সকালে ইজিবাইক নিয়ে বের হন। এদিন আর তিনি বাড়ি ফেরেননি।
রোববার ভোর ৪টার দিকে স্থানীয়রা চুড়ামনকাটি বাজার সংলগ্ন ব্র্যাক অফিসের কাছে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন ডাবলু। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেছে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে বলে জানান তিনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
নিহতের পরিবার জানায়, ডাবলু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।