ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বানিয়াচংয়ে পুলিশের গাড়িসহ ৪ যানবাহন থামিয়ে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, মে ২৫, ২০২৫
বানিয়াচংয়ে পুলিশের গাড়িসহ ৪ যানবাহন থামিয়ে ডাকাতি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশের গাড়িসহ চারটি যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের মারধর করে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত।  

শনিবার (২৫ মে) রাত ১২টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের আইঞ্জন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এক পিকআপভ্যান চালক বলেন, রাস্তায় কয়েকজনকে একটি বিদ্যুতের খুঁটি হাতে দাঁড়িয়ে থাকতে দেখি। আমার গাড়ি ২০–৩০ ফুট দূরে থাকতেই তারা খুঁটিটি রাস্তায় ফেলে দিয়ে গতিরোধ করে। এরপর ১৭–১৮ জন দা ও ফিকল হাতে এসে আমাকে মারধর করে এবং সঙ্গে থাকা ৪ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এরপর আরও তিনটি গাড়ি ঘটনাস্থলে এলে সেগুলো থামিয়ে একইভাবে ডাকাতি করা হয়। এর মধ্যে একটি ছিল পুলিশের গাড়ি। সেই গাড়িতে থাকা দুজন পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করা হয়।

ডাকাতদের হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন—বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন, কনস্টেবল আরিফ আহমেদ ও ইমরান হোসেন।

এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাশ কুমার সিংহ জানান, রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা ডাকাতদের কবলে পড়েন। তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বানিয়াচং উপজেলার আইঞ্জন এলাকা দীর্ঘদিন ধরে ‘ডাকাতির জোন’ হিসেবে পরিচিত। গত দুই যুগে সেখানে শতাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ বছর আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার সাইফুল ইসলাম ওরফে ঝিলকি নিহত হওয়ার পর কিছুদিন ডাকাতি কমে এলেও সাম্প্রতিক সময়ে আবারও তা বেড়ে গেছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।