ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

সারাদেশ

ত্যাগীদের নিয়ে বিএনপির কমিটি গঠনের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, মে ২৬, ২০২৫
ত্যাগীদের নিয়ে বিএনপির কমিটি গঠনের দাবি

রাজশাহী: আওয়ামী দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি গঠনের দাবিতে মানববন্ধন হয়েছে রাজশাহীতে।

সোমবার (২৬ মে) দুপুরে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রাজশাহী মহানগর বিএনপির বর্তমান কমিটি আওয়ামী দোসরদের দ্বারা গঠিত। এটি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী একটি পকেট কমিটি। আওয়ামী লীগ শাসনামলে রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতাদের নামে বারবার মামলা-হামলা হলেও বর্তমান কমিটির কোনো সদস্যদের নামে কোনো মামলা হয়নি। বর্তমান রাজশাহী মহানগর বিএনপির কমিটির এজেন্ট হিসেবে কাজ করে। তারা ব্রিটিশ কাউন্সিল অফিস দখল করে জেলা ও মহানগর বিএনপির পার্টি অফিস হিসেবে ঘোষণা করেছে, রাজশাহী শিরোইল বাসস্ট্যান্ড দখল করে চাদাঁবাজির রাজত্ব কায়েম করেছে। একটি অবৈধ অযোগ্য কমিটির দ্বারা রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলুর বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তাই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারেরও দাবি জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালামকে (রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত) দালাল হিসেবে অবহিত করা হয়।

বক্তারা অবিলম্বে রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি বাতিলের জন্য কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করেন। যদি সাতদিনের মধ্যে মহানগর কমিটি বিলুপ্ত করা না হয়, তাহলে রাজশাহীতে বিএনপি রক্ষা কমিটি গঠন করা হবে এবং ওই কমিটির মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী মহানগর বিএনপির বোয়ালিয়া থানা (পূর্ব) সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রোখসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।