ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

সারাদেশ

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৬৮ জনকে পুশ ইন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, মে ২৮, ২০২৫
সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৬৮ জনকে পুশ ইন

সিলেট: সিলেট ও সুনামগঞ্জের তিনটি সীমান্ত এলাকা দিয়ে আরও ৬৮ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

বুধবার (২৮ মে) ভোরে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়।

 

পুশ ইন করা নারী-পুরুষ সবাইকে আটক করেছে বিজিবির টহল দল। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ২৮ জন শিশু ও ২২ জন নারী। আটকদের বাড়ি কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাট এলাকায় বলে জানা গেছে।  

বুধবার বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ৪৮ বিজিবির অধীনস্থ তিনটি সীমান্ত দিয়ে কয়েকটি গ্রুপে ৬৮ জনকে পুশ ইন করে বিএসএফ। পুশ ইন করা সবাইকে সকালের মধ্যেই আটক করেছে বিজিবি।  

বিজিবি সূত্র জানায়, জেলার কানাইঘাট সীমান্তবর্তী ঝিংগাবাড়ি এলাকা থেকে পুশ ইন করা ছয়টি পরিবারের ২০ সদস্যকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ, সাতজন নারী ও সাতজন শিশু। আটক সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

বিজিবির আরেকটি টহল দল সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা থেকে আরও ৩২ জনকে আটক করে। আটকরা পাঁচটি পরিবারের সদস্য। তাদের মধ্যে সাতজন পুরুষ, ১০ জন নারী ও ১৫ জন শিশু। আটকদের মধ্যে কুড়িগ্রামের ১৯ জন, যশোরের নয়জন ও বাগেরহাটের বাসিন্দা চারজন।

এ ছাড়াও সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির অন্তর্গত ছনবাড়ি এলাকা থেকে আরও পাঁচ পরিবারের ১৬ জনকে আটক করেছে বিজিবি। তাদেরও বিএসএফ পুশ ইন করেছে। আটকদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও ছয়জন শিশু রয়েছেন। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির আওতাধীন সিলেটের তিনটি সীমান্ত এলাকা দিয়ে কয়েকটি গ্রুপে ৬৮ জনকে পুশ ইন করেছে বিএসএফ। তাদের সবাইকে সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিজিবির টহল দল। আটকদের আইনি ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।