ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

যশোরে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, জুন ২০, ২০২৫
যশোরে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার বাবলু কুমার সাহা

যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বাবলু কুমার সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) সকালে নারিকেলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান।

তিনি জানান, বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গত বছরের ডিসেম্বর মাসে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত ০৯ মে রায়পুর ইউপি চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এছাড়া বিস্ফোরক আইনের এ মামলায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী এবং সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলাকে আসামি করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।

বাঘারপাড়া থানার ওসি আরও জানান, চেয়ারম্যান বাবলু কুমারকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।