যশোর: যশোরে নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুইজন প্রকৌশলী এবং একজন শ্রমিক নিহত হয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের সার্কিট হাউজপাড়ায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বসিন্দা প্রকৌশলী আজিজুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরু (৪৫)।
দুর্ঘটনার পরপরই এলাকাবাসীসহ আশপাশ থেকে সাধারণ জনগণ ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও। যশোর কোতোয়ালি থানা পুলিশের সদস্যরাও দুর্ঘটনাস্থলে পৌঁছায় অল্প সময়ের ব্যবধানে।
স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিলের পাশে বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানি ছয়তলা ভবন নির্মাণ করছে। সেখানে নিহতরাসহ বেশ কয়েকজন শ্রকিম কাজ করছিলেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ছয় তলার কার্নিশ ভেঙে নিচে পড়ে যান দুইজন প্রকৌশলী ও একজন শ্রমিক। তারা ঘটনাস্থলেই নিহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘেষণা করেন।
স্থানীয়দের অভিযোগ নির্মাণ বিধি না মেনে ভবনটি তৈরি করা হচ্ছিল। বহুতল ভবনের কাজ হলেও সেখানে রাখা হয়নি কোনো নিরাপত্তা ব্যবস্থা। ফলে শ্রমিকরা চরম ঝূঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছিলেন। পাশাপাশি আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং পথচারীরাও চরম ঝুঁকির মধ্যে ছিলেন।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে তারা কয়েকবার নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন। তবে, কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হলেন তিনজন।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। গাফিলতি থাকলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ