সিলেট: সিলেট-ঢাকা মহসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত যাত্রী।
শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ইউনিক পরিবহনের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় বাসের অন্তত অর্ধশত যাত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ওসমানীনগর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। জনতার সহায়তায় তারা দুই চালক ছাড়াও একে একে ৪০ জন যাত্রীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া আহত আরও অনেকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ওসামানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে বলেন, ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষের পর ফায়ার সার্ভিস ও পুলিশ অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। দুর্ঘটনায় ইউনিক পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস দুটি থানা হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে।
চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান ওসি মোনায়েম।
এনইউ/আরআইএস