ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

সারাদেশ

সোনারগাঁ উপজেলা শ্রমিক দলের শোডাউন-লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, জুলাই ৫, ২০২৫
সোনারগাঁ উপজেলা শ্রমিক দলের শোডাউন-লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগের অংশ হিসেবে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন ও লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা শ্রমিক দল।

শনিবার (৫ জুলাই) বিকেলে বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি র‍্যালি বের করা হয়।

পরে মোগরাপাড়া চৌরাস্তা বাস স্টেশনসহ বিভিন্ন মার্কেটে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় তারা সবাইকে ৩১ দফার মানে বুঝিয়ে বলেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির পতাকাতলে থাকার আহ্বান জানান।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।