ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

সারাদেশ

মা ও ২ সন্তান হত্যার আসামি জয়দেবপুর স্টেশন থেকে গ্রেপ্তার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, জুলাই ১৫, ২০২৫
মা ও ২ সন্তান হত্যার আসামি জয়দেবপুর স্টেশন থেকে গ্রেপ্তার   ট্রিপল মার্ডার মামলার আসামি নজরুল ইসলাম

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলাকেটে হত্যা মামলার আসামি মো. নজরুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় জেলা পুলিশের একটি দল এই খুনিকে গ্রেপ্তার করে।

 

আসামি নজরুল ইসলাম নিহত ময়না আক্তারের দেবর এবং নিহত নিরব (২) ও রাইসার (৭) চাচা। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার সলতু মিয়ার ছেলে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবীর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামি নজরুল ইসলাম এর আগেও জয়দেবপুর থানার একটি হত্যা মামলার আসামি হয়ে দুই বছর জেল খেটেছেন। এবার নজরুল তার ভাবি ও তার দুই ছেলে-মেয়েকে হত্যা করে।  

ওসি আরও বলেন, নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম দুই মাস আগে একটি সমিতি থেকে ৪০ হাজার টাকা ঋণ করে ভাইকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের ভাড়া বাসায় রেখেছিলেন। আর সেই ভাই গত ১৪ জুলাই ভোররাতে তার দুই শিশুসহ স্ত্রীকে রান্না করার বটি (দা) দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।    

এ ঘটনায় সোমবার রাতে নিহত ময়না আক্তারের বড় ভাই মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযান চালিয়ে আজ বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।    

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।