গাইবান্ধা: ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী জুয়েলারি শিল্পে বিপ্লব সাধন করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। তার নেতৃত্বে বাজুস এখন একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গাইবান্ধা শহরের পাল ম্যানশনের দ্বিতীয় তলায় আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন স্থানীয় বাজুস নেতারা।
সভায় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা বাজুসের সভাপতি শ্রী মনিন্দ্র নাথ মিত্র, সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম সঞ্জু এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় জেলা সভাপতি মনিন্দ্র নাথ মিত্র বলেন, সায়েম সোবহান আনভীর বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের জুয়েলারি শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তার দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর উদ্যোগে এক সময়ের ঝিমিয়ে পড়া এই ঐতিহ্যবাহী শিল্পে নতুন গতি ফিরে এসেছে।
গাইবান্ধা জেলা বাজুসের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সঞ্জু বলেন, বাজুস প্রেসিডেন্টের দিকনির্দেশনায় আমরা জেলার জুয়েলারি শিল্পকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছি। এক সময় স্বর্ণ ব্যবসায় নানা প্রতিবন্ধকতা থাকলেও তার নেতৃত্বে এখন আমরা শিল্পটিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এগিয়ে চলেছি। ইতোমধ্যে প্রত্যাশার চেয়েও বেশি ফলাফল আমরা পেয়েছি।
এদিকে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার গোবিন্দগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের নিউ ভাগ্যকুটির জুয়েলার্সের সামনে থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে কল্পনা জুয়েলার্সের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি রাহেনুল ইসলাম জুয়েল, উপজেলা বাজুসের প্রধান উপদেষ্টা শ্রী বৈদ্যনাথ তালুকদার, সভাপতি শ্রী সাধন চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক নূর আজম চৌধুরী রাজন, সহ-সভাপতি শ্রী তপন চন্দ্র মহন্ত, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন রাজু, কোষাধ্যক্ষ শ্রী বাবুল চন্দ্র মহন্ত এবং সাংবাদিক সাজাদুর রহমান সাজুসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে কেক কেটে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসআরএস