ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

সারাদেশ

মাদারীপুরে ফ্ল্যাটে মিলল এক ব্যক্তির লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, জুলাই ১৮, ২০২৫
মাদারীপুরে ফ্ল্যাটে মিলল এক ব্যক্তির লাশ রাতে লাশ উদ্ধার করে পুলিশ

মাদারীপুর: মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকার একটি ফ্ল্যাট থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে পৌর এলাকার এসএম নাসির উদ্দিনের মালিকানাধীন বাড়ির ষষ্ঠতলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় ওই ফ্ল্যাটে থাকা শাওন (২৫) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

জানা গেছে, ফ্ল্যাটের ছয়তলার একটি রুম থেকে চিৎকার করে দরজা খোলার অনুরোধ করেন এক লোক। এরপর স্থানীয়রা জানালা খুলে দেখেন যে এক ব্যক্তির অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে আছেন। সেই সময় পাশের রুমে এক যুবককে অবস্থান করতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির লাশ পায়। এসময় পাশের রুমে থাকা শাওন নামে ওই যুবককে আটক করে পুলিশ।  

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা। তিনি জানান, ফ্লাটের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় বন্ধ রুমের মধ্যেই শাওন নামে এক যুবক উপস্থিত ছিলেন। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।