ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

সারাদেশ

টিসিবির জন্য ৭ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, জুলাই ২৩, ২০২৫
টিসিবির জন্য ৭ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার ফাইল ফটো

ঢাকা: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে স্বল্প আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিক্রির লক্ষ্যে ৭ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৬৪ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।

একই সঙ্গে সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ এক কার্গো এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে ৫২২ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৭৬৯ টাকা।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই মসুর ডাল ও এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৭ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব উপস্থান করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা অনুমোদন দিয়েছে।

কেবিসি এগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড থেকে এই মসুর ডাল কিনতে মোট ব্যয় হবে ৬৪ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৯১ টাকা ৮৮ পয়সা।

এদিকে বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে ৫২২ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৭৬৯ টাকায় এক কার্গো এলএনজি আমদনির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এই এলএনজি কেনা হচ্ছে।

জিসিজি/জেএইচ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।