রাজবাড়ীতে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলো- শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে খোরশেদ সরদার এবং পটুয়াখালীর দশমিনা থানার আউলিয়াপুর গ্রামের মৃত হাশেম আলী সরদারের ছেলে শাহজাহান।
বুধবার (৩০ জুলাই) সকালে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
নিহত বাবু খান শরীয়তপুর জেলার নুড়িয়া উপজেলার মসুরা গ্রামের সেকেন্দার খানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ডলার ব্যবসার সূত্র ধরে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা করে পাংশার কলিমহরের দুরশুন্দিয়ার আকরাম শেখের ফসলের জমিতে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরদিন সকালে স্থানীয়রা ফসলের জমিতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এসময় মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে জখমের চিহ্ন দেখা পায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাংশা থানায় হত্যা মামলা করে। তদন্ত শেষে খোরশেদ সরদার ও শাজাহান সরদারের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বলেন, হত্যাকাণ্ডটি ক্লুলেস ছিল। কিন্তু পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে রহস্য উদঘাটন করে। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আরএ