ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে কারখানার দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, আগস্ট ১৭, ২০২৫
গাজীপুরে কারখানার দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু গাজীপুরের ম্যাপ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরারচালা এলাকায় একটি কারখানার দেয়াল ধসে বিল্লাল হোসেন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল নাটোরের বড়াইগ্রাম থানার নৌপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, বহেরারচালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন বিল্লাল। তিনি লান্তাভুর অ্যাপারেলস লিমিটেড কারখানায় চাকরি করতেন। সকালে কারখানার দেয়াল ঘেঁষে গলি দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেয়াল ভেঙে তার ওপর চাপা পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহের ভালুকায় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।