ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

সারাদেশ

রংপুরে কাভার্ডভ্যানের চাপায় বাইক আরোহী শ্যালিকা-দুলাভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, আগস্ট ১৯, ২০২৫
রংপুরে কাভার্ডভ্যানের চাপায় বাইক আরোহী শ্যালিকা-দুলাভাই নিহত তাজহাট থানা

রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা  শ্যালিকা ও দুলাভাই।


 
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে তাজহাট থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- আসাদুল ইসলাম (৩৯)। তিনি বালাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আনছার আলীর ছেলে। অন্যজন হলেন তাসনিম আক্তার পান্না। তিনি নগরীর বিনোদপুর এলাকার তরিকুল ইসলাম পাপ্পুর স্ত্রী।

 তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, বিকেলে দুলাভাই আসাদুল শ্যালিকা পান্নাকে মোটরসাইকেলে করে রোডডিভাইডার পার হয়ে বিনোদপুরের বাসায় দিতে যাচ্ছিলেন। এসময় বাস টার্মিনাল থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা -মেট্রো২১-২২৭৯) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।  
 
এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ। তার নাম সাদ্দাম হোসেন। তিনি পঞ্চগড়ের দেবিগঞ্জের ওলিয়ার রহমানের ছেলে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।