ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

সারাদেশ

৫ দিন সাগরে ভেসে বেঁচে ফিরলেন মোরশেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, আগস্ট ২০, ২০২৫
৫ দিন সাগরে ভেসে বেঁচে ফিরলেন মোরশেদ চিকিৎসাসেবা নিচ্ছেন মোরশেদ

পটুয়াখালী: বঙ্গোপসাগরে পাঁচদিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন চট্টগ্রামের বাঁশখালীর যুবক জেলে মোরশেদ (২০)।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বুধবার (২১ আগস্ট) সকালে কুয়াকাটা উপকূলবর্তী মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করেন।

 

জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে এফবি সাজেদা নামে একটি মাছ ধরার ট্রলার ১৯ জন জেলেকে নিয়ে সমুদ্রে যায়। কয়েকদিন পর ট্রলারটি দুর্ঘটনায় ডুবে যায়। এতে ট্রলারে থাকা সবাই সাগরে নিখোঁজ হন। পাঁচদিন সাগরে ভেসে থাকার পর মোরশেদকে পায়রা বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পাওয়া যায়।

এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অন্য একটি ট্রলার এফবি বায়েজিদ-এর হাতে তুলে দেন। এরপর জেলেরা মোরশেদকে তীরে নিয়ে আসে।

সকাল ৯টার দিকে এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ জানান, তারা মোরশেদকে অচেতন অবস্থায় পান। জ্ঞান ফেরার পর তিনি জানান, তাদের ট্রলারটি ডুবে গেছে এবং ট্রলারে থাকা অন্য জেলেরা এখনও নিখোঁজ। তবে কিছুক্ষণ পর তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন।

গুরুতর অবস্থায় তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ বলেন, দুপুরে সমুদ্র থেকে উদ্ধার হওয়া ওই জেলেকে অচেতন অবস্থায় আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, উদ্ধার জেলেকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ অন্য জেলেদের বিষয়ে অনুসন্ধান চলছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।