ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

সারাদেশ

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, আগস্ট ২১, ২০২৫
মাগুরায়  মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

মাগুরা: মোটরসাইকেলের ধাক্কায় রঞ্জিত বিশ্বাস (৪৭) নামে একজন পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মাগুরার শালিখা উপজেলার ছোট থইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রঞ্জিত ছোট থইপাড়া গ্রামের মৃত রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।  

স্থানীয়রা জানান, রঞ্জিত বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এসএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।