ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কৃষকদের ন্যায্য দাম থেকে বঞ্চিত হওয়ার দুঃখ ঘোচাবে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, আগস্ট ২৭, ২০২৫
কৃষকদের ন্যায্য দাম থেকে বঞ্চিত হওয়ার দুঃখ ঘোচাবে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দীর্ঘদিন ধরে কৃষকরা মৌসুমি সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের সেই দুঃখ ঘোচাবে।

 

বুধবার (২৭ আগস্ট) দুপুরের দিকে মানিকগঞ্জের সিংগাইরের মেদুলিয়া গ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, টেকসই, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই প্রযুক্তি আমাদের কৃষিকে আধুনিকতার পথে এগিয়ে নেবে। এটি শুধু একটি প্রযুক্তি বিতরণ নয়, বরং কৃষি খাতে এক নতুন যুগের সূচনা। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়িত ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প’ -এর আওতায় এই কর্মসূচি নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, আজকের এই আয়োজন শুধু একটি প্রযুক্তি বিতরণ নয়, বরং কৃষি খাতে এক নতুন যুগের সূচনা। দীর্ঘদিন ধরে কৃষকরা মৌসুমি সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছেন। ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের সেই দুঃখ ঘোচাবে। টেকসই, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই প্রযুক্তি আমাদের কৃষিকে আধুনিকতার পথে এগিয়ে নেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয় সচিব ড, মোহাম্মদ এমদাদ উল্লাহ, কৃষি সম্প্রসারণে অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, পরিচালক, প্রকল্প পরিচালক তালহা জুবেইর মাসরুর জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।