ময়মনসিংহ: জুলাই আন্দোলনে সাগর হত্যা মামলায় ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, দক্ষিণ) মুহিদুল ইসলাম বলেন, গত বছরের ১৯ জুলাই নগরের মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় এবং বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বাদী হয়ে আদালতে মামলা করেন। ওই মামলায় মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ এজাহারভুক্ত আসামি।
তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাগর নগরের আকুয়া চৌরঙ্গী মোড়ের বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। এ ঘটনায় গত ২৪ জুলাই পুলিশের করা মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের করা মামলায় ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এসআই