ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মালয়েশিয়ায় দুর্ঘটনায় রাজবাড়ীর বিল্লাল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, সেপ্টেম্বর ৯, ২০২৫
মালয়েশিয়ায় দুর্ঘটনায় রাজবাড়ীর বিল্লাল নিহত বিল্লাল মোল্লা

রাজবাড়ী: মালয়েশিয়ায় ভবন নির্মাণের কাজে ব্যবহৃত কংক্রিট বালতির দড়ি ছিঁড়ে বিল্লাল মোল্লা (২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মালয়েশিয়ার জোহরবারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বিল্লাল মোল্লা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে।  

তার ঐশী ইসলাম নামে চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহত প্রবাসী বিল্লালের স্ত্রী ইয়াসমিন খাতুন বলেন, আমার স্বামী ২০২৩ সালের জুলাই মাসে মালয়েশিয়ায় যান। সেখানে জোহরবারু এলাকায় তিনি কনস্ট্রাকশন সাইটে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি আমার ও মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। এরপর সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে তার বন্ধু মামুন আমাকে ফোন করে জানান যে তিনি আর বেঁচে নেই।  

বিল্লালের বাবা জব্বার মোল্লা বলেন, আমার ছেলের বন্ধু আমাদের কাছে ছবি ও ভিডিও পাঠিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভবন নির্মাণের কাজে ব্যবহৃত ক্রেন থেকে কংক্রিট বালতির দড়ি ছিঁড়ে ভারী বালতির নিচে চাপা পড়ে আমার ছেলে মারা গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারের কাছে দাবি, আমার ছেলের লাশটি যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করে দেয়।

স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল সরকার বলেন, বিল্লাল খুব ভালো ছেলে। সে এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। পরে জীবিকার তাগিদে সে মালয়েশিয়ায় পাড়ি জমায়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।