ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, সেপ্টেম্বর ৯, ২০২৫
ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত  ফেনীর মানচিত্র

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় 'দিশা' নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তা নিহত হয়েছেন।  

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে জেলার দাগনভূঞা উপজেলার তুলাতলী এলাকার খোনার পুকুর পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শামসুজ্জামান খান (৩২) নেত্রকোনার পূর্বতলা থানার কলাপাড়া এলাকার আব্দুর রফিক খানের ছেলে।  

পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত ব্যক্তি 'দিশা' নামে এনজিও সংস্থার নোয়াখালীর বেগমগঞ্জ শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে দাগনভূঞা উপজেলার ‘দিশা’ অফিসে সংস্থার কাজ সেরে নিজের মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল নোয়াখালী ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।  
খবর পেয়ে জেলার মহিপাল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ ও লাশের সুরতহাল করেন।  

নিহতের সহকর্মী ও স্থানীয়দের ধারণা, সকালে বৃষ্টি ভেজা রাস্তায় কোনো ভারী যানবাহন তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটতে পারে।  

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলমান ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

এসএইচডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।