ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ইসলামের পক্ষে একটি বাক্স হলে শিয়ালরা এদেশ থেকে পালাতে বাধ্য হবে : ফয়জুল করিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, সেপ্টেম্বর ১৩, ২০২৫
ইসলামের পক্ষে একটি বাক্স হলে শিয়ালরা এদেশ থেকে পালাতে বাধ্য হবে : ফয়জুল করিম

বাগেরহাট: একবার মাত্র ইসলামকে পরীক্ষা করুণ। ইসলাম আগে কখনও, ফেল করেনি, এখনও ফেল করবে না।

ইনশাআল্লাহ আপনাদের জানমাল রক্ষা করতে সক্ষম হব। আমরা পরীক্ষায় পাশ করব। আর যদি ফেল করি আর কোনদিন পরীক্ষার হলে আসব না। আর আগামীতে সম্মিলিত ইসলামী জোটগুলোর পক্ষ থেকে যদি ঐক্যবদ্ধভাবে একটি ভোট বাক্স দিতে পারি তাহলে শিয়ালরা এদেশ থেকে পালাতে বাধ্য হবে।

শবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শহরের রেলরোড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল, ইসলামী আইনজীবি পরিষদের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, জেলা জামায়েতের আমীর মাও, রেজাউল রকিম, নায়েবে আমীর এ্যাড. আব্দুল ওয়াদুদ, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকি, হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আব্দুল মাবুত, কেন্দ্রীয় যুবনেতা মাওলানা আবু বকর, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি ফকির শহিদুল ইসলাম, মাওলান ফারুক হোসাইন, সেক্রেটারী হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মুফতী নূরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর জেলা সভাপতি মাওঃ শাহজালাল সিরাজী, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আবু মুসা গাজী, যুবনেতা মুফতী তরিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে দলটির অন্যতম শীর্ষ নেতা মুফতি মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বাগেরহাটের চারটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীরা হলেন, বাগেরহাট-১ আসনে মোল্লা মুজিবর রহমান শামীম, বাগেরহাট-২ আসনে সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডঃ শেখ আতিয়ার রহমান, বাগেরহাট-৩ আসনে অধ্যক্ষ শেখ জিলুর রহমান ও চার আসনে মাওলানা ওমর ফারুক নূরী।

ইসলামী আন্দোলনের এই গণ সমাবেশে দলটির বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। দুপুরেই রেল রোড চত্বর নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় কানায় ভরে যায়। সমাবেশে দলটির নেতাকর্মী ছাড়াও জামায়েতে ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, এনসিপিসহ সমমনা ইসলামী দলগুলোর জেলা কমিটির শীর্ষ নেতারা অংশগ্রহন করেন।

 

 

এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।