যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকায় বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপভ্যানের চালক বলে জানা গেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে যশোর-বেনাপোল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ নয়ন বাবু জানান, বেনাপোলগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৯৩) যশোরগামী পিকআপভ্যানের (যশোর-ন ১১-০৩৯৮) সামনে আঘাত করে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক রুহুল নিহত হন।
তিনি জানান, বাসটি নিজের লেন অতিক্রম করে বিপরীত লেনে চলে গিয়ে পিকআপভ্যানটির সামনে সরাসরি আঘাত করে। দুর্ঘটনার পর বাসচালক ও তার সহযোগী (হেলপার) বাসটি রেখে পালিয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে নাভারণ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এসএইচ