ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, সেপ্টেম্বর ১৭, ২০২৫
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বিক্ষোভ  গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীরা। 

গাজীপুর: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবরোধ করছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা।  

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।  

ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের দাবি যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অযৌক্তিক দাবিতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।  

দুপুরে শিক্ষার্থীরা শিববাড়ি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় যান। পরে তারা চন্দনা চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়ক দুটিতে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। ঘটনাস্থলে পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে।  

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আলম খান জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়ক দুটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।