ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

অসময়ে বাড়ছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, সেপ্টেম্বর ১৯, ২০২৫
অসময়ে বাড়ছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

সিরাজগঞ্জ: অসময়ে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হতে শুরু করেছে যমুনার চরাঞ্চলের নিম্নভূমি।

এসব অঞ্চলের শীতকালীন সবজি আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। তবে বন্যার আশঙ্কা নাকচ করেছে পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১৩ মিটার। যা গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।

অন্যদিকে, জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮০ মিটার। এখানেও গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে তা বিপৎসীমার ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।

গত পাঁচ দিন ধরে যমুনার পাশাপাশি অভ্যন্তরীণ ফুলজোড়, ইছামতি ও করতোয়ার মতো নদ-নদীর পানিও বাড়ছে।

এদিকে যমুনার পানি বাড়তে থাকায় একের পর এক প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নভূমি। নিচু জমিতে আবাদ করা শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসলও পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে এলাকাজুড়ে অসময়ে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। পানি এভাবে আরও কিছুদিন বাড়তে থাকলে শীতকালীন সবজি আবাদে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন কৃষকরা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, acsউজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। এতে চরাঞ্চলের কিছু নিম্নভূমি প্লাবিত হচ্ছে। পানি আরও দুই-তিনদিন বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রমের এবং বন্যার কোনো আশঙ্কাও নেই।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।