ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, সেপ্টেম্বর ১৯, ২০২৫
মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার সাদিকুল ইসলাম সোহা

মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের এলজিইডি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে সদর থানা পুলিশ।

 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘ সময় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের এলজিইডি অফিসের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।