ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় আদালত থেকে পালালো জোড়া খুনের আসামি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, সেপ্টেম্বর ২২, ২০২৫
বগুড়ায় আদালত থেকে পালালো জোড়া খুনের আসামি আসামি রফিকুল ইসলাম

বগুড়ায় আদালত থেকে পালিয়ে গেছে জোড়া খুনসহ ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলাম (৪০)। শ্বশুর ও ছেলের বউকে গলা কেটে হত্যা ও ডাকতি ঘটনার প্রধান আসামি তিনি।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায় আলোচিত এ আসামি।  

রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে এবং উপজেলার জিয়ানগর এলাকায়।

বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায় রফিকুল ইসলামকে সোমবার জেলখানা থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নিয়ে আসা হয়। হাজিরা শেষে জেলখানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আদালতের দায়িত্বরত পুলিশ সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে হাজতখানা থেকে আসামি বের করার সময় ভিড়ের মধ্য থেকে পালিয়ে যান রফিকুল ইসলাম।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, পালিয়ে যাওয়া রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।