ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চাঁদপুরে ২ শতাধিক যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, সেপ্টেম্বর ২৫, ২০২৫
চাঁদপুরে ২ শতাধিক যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি

চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক চেকপোস্ট বসিয়ে ২৩৭টি যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ১৫ মামলায় চালকদের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় এবং লাইসেন্সবিহীন ১৫টি গাড়ি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চুরকুমিরা সড়কে চেকপোস্ট বসিয়ে ১২৭টি যানবাহনে তল্লাশি চালানো হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির বিরুদ্ধে পাঁচ মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় চাঁদপুর–কুমিল্লা সড়কে চেকপোস্ট বসিয়ে ১১০টি যানবাহনে তল্লাশি চালায় যৌথবাহিনী। এ সময় মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ১০ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে লাইসেন্স না থাকায় ১৫টি গাড়ি জব্দ করে থানায় পাঠানো হয়।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব ধরনের অবৈধ কার্যক্রম দমন ও আইনের শাসন সমুন্নত রাখতে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।