ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খুলনায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, সেপ্টেম্বর ২৭, ২০২৫
খুলনায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

খুলনা: খুলনায় পরিত্যক্ত এক বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ (৩৭) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহানগরীর ট্যাংক রোডের একটি বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

সবুজ রূপসা উপজেলার পিঠাভোগ এলাকার বাসিন্দা সিরাজ মল্লিকের ছেলে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর ট্যাংক রোডের ৬৬ এমটি রোডের চারতলা পরিত্যক্ত ভবনে সবুজের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশটি নামিয়ে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ট্যাংক রোডের এই বাড়ি নিয়ে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে ঝামেলা চলছিল। এই বাড়ি নিয়ে খুলনা সদর থানায় মামলাও করা আছে। এটা আমাদের বাবার বাড়ি। কিন্তু তারা আমাদের এ বাড়িতে আসতে দেয় না। সবুজ প্রায়ই আসতো এই বাড়িতে। বেশিরভাগ সময় চাচা ও চাচাতো ভাইরা তাকে মারধর করত।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সবুজ মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি ফার্ণিচারের দোকানে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে না পেয়ে ২৬ সেপ্টেম্বর খুলনার রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করে। ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি আত্মহত্যা বা অন্যকিছু।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।