টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর স্বীকৃতি দাবি নিয়ে আসা এক তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের বাজাইল এলাকায় এ ঘটনা ঘটে।
এদিন দুপুরে ভুক্তভোগীর বাবা মফিদ উদ্দিন বাদী হয়ে সখীপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রোজিনা (ভুক্তভোগী) সঙ্গে হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের বাজাইল গ্রামের আব্দুর রশিদের (২৪) প্রেমের সম্পর্ক চলছিল। পরে তারা আদালতে গিয়ে বিয়ে করেন। তবে বিয়ের পর রোজিনাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানান রশিদ। এ পরিস্থিতিতে বিয়ের কাগজপত্র নিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে বৃহস্পতিবার স্বামী রশিদের বাড়িতে যান রোজিনা। এ সময় রশিদ ও তার পরিবারের সদস্যরা সম্পর্ক অস্বীকার করেন এবং তাকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে রোজিনাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবারের লোকজন।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমার কাছে কোর্ট ম্যারেজের কাগজপত্র, ভিডিও, ছবিসহ আরও বেশ কিছু প্রমাণ ছিল। ওরা (রশিদ ও তার পরিবার) আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে। ’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার দুপুরে মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত রশিদ ও তার মা-বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসআরএস