ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

২২৪ পূজামণ্ডপে নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি কোস্ট কার্ডের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, সেপ্টেম্বর ২৯, ২০২৫
২২৪ পূজামণ্ডপে নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি কোস্ট কার্ডের ২২৪ পূজামণ্ডপে নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি কোস্ট কার্ডের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জসহ উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ২২৪টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্ট কার্ড।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিদর্শন করেন কোস্ট গার্ডের পাগলা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার লেফটেন্যান্ট মো. রাফায়েল মনোয়ার উৎসব।

উপকূলীয় এলাকার মধ্যে ঢাকা জোনের ৪৩টি মন্দির ও পূজামণ্ডপসহ চট্রগ্রাম, মঙ্গলা ও ভোলায় মোট ২২৪টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্ট কার্ড।

কোস্ট গার্ডের পাগলা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার লেফটেন্যান্ট মো. রাফায়েল মনোয়ার উৎসব বলেন, দুর্গাপূজায় যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত কোস্ট গার্ড। পূজামণ্ডপে আগত ভক্তদের যাতায়াত সহজ করতে নদী ও উপকূলীয় এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

তিনি বলেন, প্রতিমা বিসর্জনের দিন বিশেষ টহল টিম রেখেছি এবং কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল সর্বক্ষণিক প্রস্তুত থাকবে। আমরা আশা করি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, ফতুল্লা শ্রী শ্রী শ্যামা কালী মন্দির কমিটির সভাপতি নীল রতন দাস ও সাধারণ সম্পাদক অর্জুন দাস।


এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।