ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

আড়াইহাজারে ট্রাকচাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, সেপ্টেম্বর ২৯, ২০২৫
আড়াইহাজারে ট্রাকচাপায় শিশু নিহত ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় আরিফ (৩) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু আরিফ (৩) পাঁচানী গ্রামের আওলাদ হোসেনে ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশু আরিফ হঠাৎ ট্রাকের সামনে দিয়ে দৌড় দেয়। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সকালে ট্রাকচাপায় একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।


এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।