ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বরিশালে দুই হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, সেপ্টেম্বর ২৯, ২০২৫
বরিশালে দুই হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার গ্রেপ্তাররা

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় কৃষক দল নেতা হত্যায় একজন ও বাকেরগঞ্জে ডাকাত অভিহিত করে যুবক হত্যায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব এবং পুলিশ।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পৃথক অভিযান করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন-কৃষক দল নেতা হত্যা মামলার নামধারী আসামি বানারীপাড়া উপজেলার করফাকর গ্রামের মৃত সামসুল হক হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার (৫০), বাকেরগঞ্জ উপজেলার উত্তর কবাই গ্রামের মন্নান হাওলাদারের ছেলে শাহীন হাওলাদার, তার ভাই শামীম হাওলাদার ও একই গ্রামের শাহজাহান খানের ছেলে শওকত খান।

গত ২৭ সেপ্টেম্বর বিকেলে বিএনপি নিয়ে কটূক্তি করায় বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফকে (৫৫) মারধর করে স্থানীয় সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমানে জামায়াত কর্মী পরিচয় দেওয়া দেলোয়ার ঘরামী ও জামাতা তুহিন হাওলাদারসহ ৮-১০ জন। এতে গুরুতর আহত কৃষক দল নেতাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানার ওসি শতদল মজুমদার বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিনা বেগম বাদী হয়ে নামধারী ৯ জনসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে। মামলার নামধারী আসামি তুহিন হাওলাদারকে সোমবার সকালে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে ২৭ সেপ্টেম্বর দিনগত রাতে বাকেরগঞ্জ উপজেলার উত্তর কবাই গ্রামের বাসিন্দা সোহেল খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেধে পিটিয়ে হত্যা করা হয়। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে প্রচার করে।

সোহেল খানের পরিবার অভিযোগ করেছে, তরমুজ চাষের জন্য জমি ইজারা না পেয়ে একই গ্রামের বাসিন্দা শাহীন, তার ভাই শামীমসহ কয়েকজন পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় সোহেলের মা নিলুফা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর  আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ। তিনি বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 
এমএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।