ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় ইজিবাইকচালককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, সেপ্টেম্বর ৩০, ২০২৫
বগুড়ায় ইজিবাইকচালককে কুপিয়ে হত্যা লাশ উদ্ধার করেছে পুলিশ

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে রিপন (৫০) নামে এক চালককে হত্যা করে তার ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা।
 
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল মাদরাসা এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

 

নিহত রিপন শেরপুর থানার গাড়িদহ তালপট্টি আমিন বাজার এলাকার বদিউজ্জামানের ছেলে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে রিপন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পান স্বজনরা। পরে মঙ্গলবার সকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে  এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশটি রিপনের বলে শনাক্ত করেন।  

রিপনের ইজিবাইকটি পাওয়া যায়নি। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রিপনকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে গেছে। নিহতের গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নন্দীগ্রাম-কাহালু সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।