ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, অক্টোবর ২, ২০২৫
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে পড়ে কিশোর নিখোঁজ নিখোঁজ রনির সংগৃহীত ছবি

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ রনি নওগাঁর মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিৎ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে নৌকাযোগে নদীতে আনন্দ চলছিল। এক পর্যায়ে নৌকাটি শিবগঞ্জ এলাকায় এলে রনি হঠাৎ পানিতে পড়ে তুলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সঙ্গীরা থানায় খবর দেন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে ঘটনাস্থলে দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও রনির কোনো সন্ধান মেলেনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ রনির সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই তার সন্ধান মিলবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।